চাঁচল

আবেদনের পরেও মেলেনি ঘর, ঘরের দাবিতে দিন মজুর পরিবারের বিক্ষোভ

 

ব্লক দপ্তরে একাধিক বার আবেদন করেও মেলেনি আবাস যোজনার ঘর। বারবার আবেদন খারিজ হয়ে যাওয়ায় বিক্ষোভে ফেটে পড়ল ওই সমস্ত দিন মজুর পরিবারের সদস্যরা। ঘটনায় জোর চাঞ্চল্য ছড়িয়েছে চাঁচল ১ নং ব্লকের মতিহারপুর গ্রাম পঞ্চায়েতের উমরপুর গ্রামে।

    জানা যায়, চাঁচল ১ নং ব্লকের মতিহারপুর গ্রাম পঞ্চায়েতের উমরপুর গ্রামে একাধিক দিনমজুর পরিবারের বসবাস। কেউ কাটায় মাটির বাড়ি আবার কেউ দিনগুজরান করেন বাঁশ ও কাপড়ের জোরতালি দেওয়া ঝুপড়িতে। এই ভাবেই শীত গ্রীষ্ম বর্ষায় দুশ্চিন্তায় কাটছে একের পর এক বছর। বার বার পাকাঘরের দাবি জানিয়েও মেলেনি পাকা ঘর। যার কারণে বিক্ষোভে ফেটে পড়লেন ওই গ্রামের দিনমজুর পরিবারের মহিলারা।